Categories: National

কাশ্মীরে পাক পতাকা হাতে মিছিলে লস্কর নেতা?

Published by
News Desk

কাশ্মীরের পুলওয়ামায় পাকিস্তানের পতাকা হাতে মিছিল করল বিচ্ছিন্নতাবাদীরা। জঙ্গিপন্থী শ্লোগানে প্রকাশ্য রাস্তায় গলায় ফাটায় মিছিলে অংশগ্রহণকারীরা। কাশ্মীরে যেসব জঙ্গির প্রাণ গিয়েছে তাদের শ্রদ্ধা জানান হয় মিছিল থেকে।

কয়েকটি সূত্র থেকে আরও চাঞ্চল্যকর দাবি সামনে এসেছে। তাদের দাবি, লস্কর-ই-তৈবা নেতা আবু দুজানা সহ বেশ কয়েকজন লস্কর জঙ্গিকেও নাকি এই মিছিলে পা মেলাতে দেখা গেছে!

বিষয়টিকে একেবারেই লঘুভাবে নিচ্ছেনা রাজ্য প্রশাসন ও সুরক্ষা বাহিনী। এদিকে মিছিলে পাকিস্তানের পতাকা ওড়ানোর ওই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরালে পরিণত হয়েছে।

Share
Published by
News Desk