National

আচমকা রেল স্টেশনে তরুণীকে জাপটে ধরে চুম্বন, গ্রেফতার মধ্যবয়সী ব্যক্তি

Published by
News Desk

নভি মুম্বইয়ের তুর্ভে রেল স্টেশন। গত বৃহস্পতিবার বেলা তখন সওয়া ১১টা। এক তরুণী ট্রেন ধরার জন্য স্টেশনে অপেক্ষা করছিলেন। এমন সময় তাঁর পিছন থেকে এক ব্যক্তি তাঁর দিকে এগিয়ে আসে। তারপর পাশ দিয়ে যাওয়ার সময় আচমকাই ওই তরুণীকে জাপটে ধরে তাঁর গালে চুম্বন করে।

চেনা নেই, জানা নেই। আচমকা এমন এক আচরণে প্রাথমিকভাবে হতভম্ব হয়ে যান ওই তরুণী। তারপর জোর করে ওই ব্যক্তিকে ছাড়ানোর চেষ্টা করেন। নির্লিপ্তভাবে তরুণীকে চুম্বন করে যেদিক থেকে এসেছিল সেদিকেই ফের হাঁটতে শুরু করে ওই ব্যক্তি। যেন কিছুই হয়নি। সেই ছবি স্টেশনের সিসিটিভিতে ধরা পড়ে। ওই তরুণীর অভিযোগক্রমে আরপিএফ ওই মধ্যবয়সী ব্যক্তিকে গ্রেফতার করে। জেরার মুখে চুম্বনের কথা স্বীকার করে নরেশ যোশী নামে ওই ব্যক্তি।

Share
Published by
News Desk