National

জনপ্রিয় নায়িকার সামনেই হস্তমৈথুন, গ্রেফতার বিএমডব্লিউ চালক

Published by
News Desk

সোমবার বিকেল। মুম্বইয়ের ভিলে পার্লে ইস্টের পার্লে তিলক বিদ্যালয় স্কুলের সামনে দাঁড়িয়েছিল একটি বিএমডব্লিউ গাড়ি। সেখান দিয়ে যাচ্ছিলেন মারাঠি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী চিন্ময়ী সুরভে রাঘবন। তাঁর অভিযোগ, গাড়িটির পাশ দিয়ে যাওয়ার সময় আচমকাই ধূসর রঙের পোশাকে গাড়ির চালকের আসনে বসে থাকা মধ্যবয়সী ব্যক্তি গাড়িটি থেকে বেরিয়ে তাঁর সামনে এসে দাঁড়ায়। তারপর হঠাৎই তাঁর সামনে হস্তমৈথুন শুরু করে। এমন অবস্থায় প্রথমে কিছুটা ঘাবড়ে যান তিনি। পরে যখন ওই ব্যক্তিকে ধরতে যান তখন সে গাড়ি নিয়ে চম্পট দেয়।

গাড়ির নম্বর টুকে নেন চিন্ময়ীদেবী। তারপর সেখান থেকেই খবর দেন তাঁর স্বামী সুমিত রাঘবনকে। যিনি নিজেও একজন জনপ্রিয় অভিনেতা। পরে দুজনেই ভিলে পার্লে পুলিশ স্টেশনে হাজির হন। সুমিত রাঘবন তাঁর স্ত্রীর সঙ্গে হওয়া এমন জঘন্য দুর্ব্যবহারের প্রতিকার চান। তাঁদের অভিযোগের ভিত্তিতে এক গাড়ি চালককে পরে গ্রেফতার করে পুলিশ। জীবন চৌধুরী নামে ওই ব্যক্তিকে গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।

Share
Published by
News Desk