Categories: National

তুষারঝড়ের হানা, ফের বরফে চাপা পড়লেন জওয়ান

Published by
News Desk

ফের হিমবাহের তলায় হারিয়ে গেলেন এক ভারতীয় সেনা। ঘটনাটি ঘটেছে লে-র তুরতুক এলাকায়। এখানে এদিন টহল দিচ্ছিল ভারতীয় সেনাদের একটি দল। তখনই আচমকা বরফ ঢাকা পাহাড়ের গা বেয়ে নেমে আসে তুষারঝড়। বরফের পুরু চাদরের তলায় আটকা পড়ে যান দুই জওয়ান। এঁদের মধ্যে একজনকে উদ্ধার করতে সমর্থ হন অন্য সেনা জওয়ানরা। যদিও তাঁর অবস্থা আশঙ্কাজনক। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যজন বরফের তলায় কোথায় হারিয়ে গেছেন তা এখনও জানান যায়নি। তন্নতন্ন করে খোঁজ চলছে। শুক্রবার সকালেই এই অঞ্চলে তুষারধসের সতর্কতা জারি করেছিল আবহাওয়া দফতর। কাউকে ওখানে যেতে মানাও করা হয়েছিল। কিন্তু কর্তব্য পালনের কথা মাথায় রেখেই সেখানে টহলে যান এই দুই সেনা জওয়ান।

Share
Published by
News Desk