National

সেপটিক ট্যাঙ্ক সাফ করতে নেমে বিষাক্ত গ্যাসে মৃত ৭

Published by
News Desk

অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলার মোরাম গ্রামের শ্রীভেঙ্কটেশ্বরা হ্যাচারিজ। প্রতি ৬ মাসে ১ বার এই হ্যাচারির সেপটিক ট্যাঙ্ক সাফ করা হয়। শুক্রবার সেই সাফাইয়ের কাজ করতেই সকালে সেপটিক ট্যাঙ্কের মধ্যে নামেন ৪ শ্রমিক। স্থানীয় সূত্রের খবর, ৪ জন ট্যাঙ্কের মধ্যে নামার পরই বিষাক্ত গ্যাসে অচেতন হয়ে পড়েন তাঁরা। ট্যাঙ্কের ভিতর থেকে কোনও সাড়াশব্দ না পেয়ে আরও ৪ শ্রমিক কী হয়েছে দেখতে সেপটিক ট্যাঙ্কে নামেন। কিন্তু নামার পর তাঁরাও অসুস্থ হয়ে পড়েন। অবস্থা বেগতিক বুঝে গ্রামবাসীদের খবর দেওয়া হয়। তাঁরাই এসে ৮ জনকে ট্যাঙ্ক থেকে বার করে আনেন। ৭ জন তখনও জীবিত থাকলেও একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

৭ জনকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই ৩ জনের মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসা চলাকালীন আরও ৩ জনের মৃত্যু হয়। শিবা নামে এক শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার পরই হ্যাচারির ম্যানেজার চম্পট দেয়। পুলিশ গাফিলতির জেরে মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।

Share
Published by
News Desk