
বিহারে বুদ্ধগয়ার পর বিস্ফোরণের আতঙ্ক ফিরে এল আরা শহরে। বৃহস্পতিবার সাতসকালে জোরাল বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে ওই এলাকা। একটি ধর্মশালায় বিস্ফোরণটি হয়। বিস্ফোরণের জেরে গুরুতর জখম হয় ভিকি নামে ১ যুবক। সূত্রের খবর, ওই যুবক তার কয়েকজন বন্ধুর সঙ্গে এদিন সকালে আরার একটি ধর্মশালায় এসে ওঠে। তার কিছুক্ষণ পরেই তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে ধর্মশালাটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহত যুবককে তারাই ভর্তি করে স্থানীয় হাসপাতালে। যে ঘরে ভিকি ও তার বন্ধুরা উঠেছিল, সেখান থেকে উদ্ধার হয়েছে একটি পিস্তল ও আধার কার্ড। পুলিশের প্রাথমিক অনুমান, যুবক ও তার সঙ্গীদের কাছেই বিস্ফোরক ছিল। সেটি আচমকা ফেটে গিয়েছে না ইচ্ছাকৃতভাবে ফাটানো হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনার পর ধর্মশালা থেকে বেপাত্তা হয়ে যায় আহত যুবকের সঙ্গীরা। তাদের খোঁজে তল্লাশিতে নামে পুলিশ। পলাতকদের মধ্যে ১ জনকে পরে জঙ্গি সন্দেহে পাকড়াও করা হয়। বিস্ফোরণের পিছনে বড়সড় কোনও নাশকতার ছক ছিল কিনা তার তদন্তে নেমেছে পুলিশ।













