National

মেট্রোয় আত্মহত্যা প্রৌঢ়ের, পকেটে মিলল সুইসাইড নোট

Published by
News Desk

রবিবার বিকেল সাড়ে ৫টা। দিল্লির জানকপুরী ইস্ট স্টেশনের ঢুকছিল নয়ডা সিটি সেন্টারগামী একটি মেট্রো। গতিতেই ট্রেনটি প্ল্যাটফর্ম নম্বর ১-এ প্রবেশ করছিল। অভিযোগ সেইসময়ে আচমকাই ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়েন এক প্রৌঢ়। পঞ্চাশ পার করা ওই ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়।

মৃতের নাম কনওয়ালজিৎ। তাঁর পকেট থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। তাতে লেখা ছিল তাঁর শরীর বেশ কিছুদিন ধরেই ভাল যাচ্ছেনা। প্রবল দৈহিক কষ্ট থেকে মুক্তি পেতেই এই চরম পদক্ষেপ বেছে নিলেন তিনি। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। আত্মহত্যার জেরে বেশ কিছুক্ষণ থমকে যায় ওই লাইনে ট্রেন চলাচল।

Share
Published by
News Desk