National

প্রেমিকের প্রতারণা! বিরহে মদ খেয়ে প্রেমিকের বাড়ির সামনে নাচলেন প্রেমিকা

ভালোবাসার মানুষের প্রতারণা সহ্য করতে পারেন না অনেকেই। কেউ শোকে আত্মহত্যার সিদ্ধান্ত নেন। কেউ আবার প্রেমে উন্মাদ হয়ে যান। আবার কয়েকদিন কান্নাকাটিও করার পর মনের ক্ষতে প্রলেপ লাগিয়ে গতানুগতিক জীবনের ফিরে আসেন অনেকে। প্রেমিকের ‘ধোঁকা’ ভুলে নতুন জীবনসঙ্গীর সাথে নতুন করে জীবন শুরুও করেন কেউ কেউ। তবে সময় বদলেছে। বদলেছে ভালোবাসা ও বিরহের বহিঃপ্রকাশও। ‘লেডি দেবদাস’ হয়ে নিজের অমূল্য জীবন নষ্ট করার দিন আর নেই। কিন্তু বুকের ভিতর চিনচিনে যন্ত্রণা তো থাকেই। সেই যন্ত্রণার পরিমাণ যে কতটা তা প্রেমিকের বাড়ির দোরগোড়ায় গিয়ে বুঝিয়ে দিলেন প্রেমিকা।

‘তন্নু ওয়েডস মনু রিটার্ন্স’ সিনেমার শেষে দৃশ্যের কথা মনে পড়ে? স্বামী বিয়ে করতে চলেছে। সেই দুঃখে আকণ্ঠ মদ খেয়ে রাস্তার উপর গান গেয়ে ছবিতে উন্মাদের মতো নাচতে দেখা গিয়েছিল ‘মনু’-র স্ত্রীকে। সেই ভূমিকায় অভিনয় করে অনেক প্রশংসা কুড়িয়েছিলেন কঙ্গনা রানাওয়াত। ছবির সেই দৃশ্যের হুবহু পুনরাবৃত্তি হতে দেখা গেল বাস্তবে গুরুগ্রামের রাস্তায়।

প্রেমিকের বিয়ের আগে মদ খেয়ে তুমুল নাচতে দেখা গেল ১ যুবতীকে। গুরুগ্রামের পতৌদি এলাকায় তাঁর বাড়ি। প্রেমিকের বাড়ি গুরুগ্রামেরই হালমন্ডি এলাকায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ওই যুবতীর উদ্দাম নাচের ভিডিও প্রকাশ্যে আসে। সেখানে দেখা যাচ্ছে, দিনে দুপুরে রাস্তার ওপর বেসামাল অবস্থায় নেচে চলেছেন যুবতী। খোলা চুল, আধবোজা চোখ, আর টলমল পা। তারমধ্যেই ডিজে নিয়ে এসে প্রেমিকের বাড়ির দরজায় বিরহে নাচতে থাকলেন তিনি। আশপাশের লোকজন তখন হাসাহাসি শুরু করেছেন। কেউ কেউ মোবাইলে বন্দি করে রাখছেন যুবতীর সেই উদ্দাম নাচ।

রাস্তার ওপর দাঁড় করানো গাড়িতে বসানো সাউন্ড বক্স। একের পর এক হিন্দি সুপারহিট গান বাজিয়ে চলেছেন ডিজে। গানের তালে টলতে টলতে নেচে চলেছেন ওই যুবতী। গান থামলেই বিরক্ত হয়ে পরের গান চালাতে বলছেন তিনি। এমন সব বাছা বাছা গানের সঙ্গে তিনি নাচছেন যা থেকে বিরহযন্ত্রণা প্রকাশ্যে আসছে সহজেই।

কখনো ‘রাজা হিন্দুস্তানি’ ছবির ‘তেরে ইশক মে নাচেঙ্গে’। কখনও বা এলাকা কাঁপিয়ে গমগম করে বেজে চলেছে ‘ঢোল জাগিরো দা’-র মতো সুপারহিট গান। প্রতিটা গানের মধ্যে দিয়ে ফুটে উঠেছে প্রতারিত প্রেমিকার হাহাকার। সেই হাহাকার নিয়ে অবশ্য মাথাব্যথা ছিল না এলাকার বাসিন্দাদের। যুবতীর মাতালের মতো নাচের মজা নিতে আশপাশে ভিড় বাড়তেই থাকে। সেদিকে অবশ্য তাকানোর মত অবস্থায় ছিলেন না সদ্য ‘ব্রেক আপ’-এর বিরহে দিগ্বিদিক জ্ঞানশূন্য ওই যুবতী।

প্রাক্তন প্রেমিকের কাছে একটি মেয়ের ভালোবাসার এমন করুণ আর্তির ঘটনা চোখে জলও এনে দেয় অনেকের। আজকের যুগে যেখানে ভালোবাসা পোশাক পাল্টানোর পর্যায়ে নেমে এসেছে, সেখানে ভালোবাসার মানুষের প্রতি প্রেমিকার এমন নিষ্ঠায় অবাক নেটিজেনরাও। এতকিছুর পর যার জন্য যুবতীর এমন দশা, সেই যুবক বা তার বাড়ির লোকেরা কী ভাবছেন তা অনেকেই জানতে চান ঠিকই। কিন্তু সে সম্বন্ধে কিছুই জানা যায়নি। আপাতত ওই যুবতীর বিরহকাতর অভিনব পদক্ষেপই ঘুরে বেড়াচ্ছে সাইবার জগতে।

News Desk

কুম্ভ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

মীন রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

November 26, 2025

তুষার যুগের পর আচমকা জেগে উঠল সে, মাঝে পার হল ১২ হাজার বছর

সে যে আদৌ কখনও জেগে উঠতে পারে সেটাই কেউ ভাবেননি। শেষবার জেগেছিল ১২ হাজার বছর…

November 26, 2025

৯৫ বছর বয়সে এখনও বাস চালান, বিস্ময় বৃদ্ধের নামে দিবস ঘোষণা করল শহর প্রশাসন

যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…

November 25, 2025

টানা ১০৬ কিলোমিটার হেঁটে রোবট জানাল ১ জোড়া নতুন জুতো দরকার

মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…

November 25, 2025

৭০ বছর পর বাংলায় দেখা মিলল অতি বিরল প্রজাতির হরিণের, যার নাভিতে থাকে ভুবনভোলা গন্ধ

অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…

November 25, 2025