National

হ্রদে ২ মেয়েকে নিয়ে ঝাঁপ দম্পতির, মৃত সকলে

Published by
News Desk

পারিবারিক অশান্তি আর সহ্য হচ্ছিল না। সেই অশান্তি থেকে মুক্তি পেতে আত্মহত্যা করলেন এক যুবক। তবে একা আত্মহত্যা করলেন না। স্ত্রী, ৩ বছর আর ৬ মাসের দুই মেয়েকে নিয়ে আত্মঘাতী হলেন তিনি। জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন তিনি। বুধবার দুপুরে হায়দরাবাদের কেশরা হ্রদ থেকে উদ্ধার হয় ৪ জনের নিথর দেহ।

মৃত যুবক এম রমেশ পেশায় একজন ব্যবসায়ী। স্ত্রী মানাসা এবং ২ ছোট্ট মেয়েকে নিয়ে গত সোমবার বাড়ি থেকে বেরিয়ে যান ওই ব্যক্তি। তাঁদের বাড়ি হায়দরাবাদের ঘাটকেশর এলাকায়। মৃত বধূর পরিবারের অভিযোগ, পরপর মেয়ে সন্তান জন্ম দেওয়ায় শাশুড়ি নিত্য খোঁটা দিতেন মানাসাকে। তাঁদের এও দাবি, পুত্র সন্তানের জন্ম না দেওয়ায় তাঁদের মেয়ের উপর মানসিক নির্যাতন করত ননদরাও। পাশাপাশি জমি নিয়ে মৃত বধূর স্বামীর সঙ্গে ঝামেলা চলছিল শ্বশুরবাড়ির লোকের। নিত্য অশান্তির হাত থেকে মুক্তি পেতেই দম্পতি যুগল মেয়েদের নিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ মৃতার পরিবারের। এই মর্মে তাঁরা থানায় মেয়ের শ্বশুরবাড়ির লোকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Share
Published by
News Desk