National

স্বামীকে বাঁচাতে পিস্তল হাতে দুষ্কৃতিদের মুখোমুখি হলেন স্ত্রী

Published by
News Desk

স্বামীকে বেধড়কভাবে চোখের সামনে পেটাচ্ছে দুষ্কৃতির দল। চিৎকার করে প্রতিবেশিদের সাহায্য চেয়েও লাভ কিছু হয়নি। সকলেই তখন বিপদ বুঝে বাড়ির দরজা বন্ধ করে দিয়েছেন। স্বামীর ওপর হামলার কথা পুলিশকে জানানোর মতো সময় পাননি আক্রান্তের স্ত্রী। পুলিশ যতক্ষণে আসবে ততক্ষণে হয়তো শেষ হয়ে যাবে তাঁর স্বামীর জীবন। তাই স্বামীকে বাঁচাতে হাতে পিস্তল তুলে নিতে বাধ্য হলেন তিনি। তাঁর সেই রণংদেহী মূর্তিতে ঘাবড়ে যায় দুষ্কৃতিরা। আগ্নেয়াস্ত্রের সামনে নিজেদের বীরত্ব দেখাতে আর সাহস করেনি তারা। বরং প্রাণ ভয়ে আক্রান্ত ব্যক্তিকে ছেড়ে পালিয়ে যায় হামলাকারীরা। ততক্ষণে উঠে দাঁড়িয়েছেন স্বামী। স্ত্রীর হাত থেকে বন্দুক নিয়ে তিনিও দুষ্কৃতিদের লক্ষ্য করে গুলি ছোঁড়েন। এই হাড়হিম করা ঘটনা পুরোটাই রেকর্ড হয়ে যায় সিসিটিভি ক্যামেরায়। সেই ফুটেজ প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গেছে উত্তরপ্রদেশের লখনউয়ে।

গত রবিবার লখনউয়ের কাকোরি এলাকায় নিজের বাড়িতে স্ত্রীর সঙ্গে ছিলেন পেশায় সাংবাদিক আবিদ আলি। অভিযোগ, সকালবেলা কয়েকজন যুবক এসে বাড়ির দরজায় বেল বাজায়। তাদের সঙ্গে কথা বলতে আবিদ আলি বাইরে আসতেই তাঁর ওপর চড়াও হয় ৫-৬ জন দুষ্কৃতি। লাঠি, হাতুড়ি, কুড়ুল নিয়ে ওই ব্যক্তিকে একের পর এক আঘাত করতে থাকে তারা। স্বামীর আর্ত চিৎকার শুনে ঘর থেকে ছুটে বেরিয়ে আসেন আবিদ আলির স্ত্রী। স্বামীকে মার খেতে দেখে তৎক্ষণাৎ ঘর থেকে নিজের লাইসেন্সড পিস্তল নিয়ে ছুটে আসেন পেশায় উকিল ওই মহিলা। মহিলা পিস্তল উঁচিয়ে ধরতেই আগ্নেয়াস্ত্র দেখে যে যেদিকে পারে ছুটে পালায় দুষ্কৃতিরা। সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্তে নেমেছে উত্তরপ্রদেশ পুলিশ।

Share
Published by
News Desk