National

ধর্ষণের ভিডিও তুলে ব্ল্যাকমেল, ১ বছর ধরে ৯ যুবকের লালসার শিকার কিশোরী

Published by
News Desk

১ বছর আগে এলাকার ১ যুবকের যৌন লালসার শিকার হতে হয়েছিল এক কিশোরীকে। কিন্তু সেখানেই থেমে থাকেনি পৈশাচিক শারীরিক নির্যাতনের পর্ব। অভিযোগ, ১ বছর আগে কিশোরীটিকে ধর্ষণের ছবি পুরোটাই ক্যামেরাবন্দি করে নিয়েছিল আরেক যুবক। ভিডিও ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে দিনের পর দিন চলতে থাকে কিশোরীটিকে ধর্ষণের পালা। তবে এবারে আর ১ জন নয়। এলাকারই ৯ যুবক এক এক করে বিভিন্ন জায়গায় ধর্ষণ করতে থাকে ওই কিশোরীকে। প্রতিবারের সেই ধর্ষণের ছবি ফোনে রেকর্ড করে নেওয়া হয়। তোলা হয় ধর্ষণের মুহুর্তের বেশ কিছু স্টিল ছবিও। যাতে সেই ভিডিও আর ছবি দেখিয়ে বারবার যৌন নির্যাতন করা যায় ওই কিশোরীকে।

১ বছর ধরে লোক জানাজানির ভয়ে তাই মুখে কুলুপ এঁটেছিল ১৫ বছরের কিশোরীটি। মুম্বইয়ের সুভাষনগরে তার বাড়ি। কিন্তু গত শনিবার আর নিজেকে সামলাতে পারেনি ওই কিশোরী। মাকে ১ বছর ধরে তার উপর হয়ে চলা যৌন অত্যাচারের কথা সব খুলে বলে সে। নির্যাতিতার মা পুলিশকে এই বিষয়ে অভিযোগ জানালে তদন্তে নামে পুলিশ। গত রবিবার অভিযুক্তদের মধ্যে ৬ যুবককে আটক করে মুম্বই পুলিশ। বাকি ৩ অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি।

Share
Published by
News Desk