National

২২ ভারতীয় নাবিককে নিয়ে মাঝসমুদ্রে ভ্যানিস তেল ভর্তি ট্যাঙ্কার

Published by
News Desk

২২ জন ভারতীয় নাবিককে নিয়ে নিখোঁজ হয়ে গেল একটা আস্ত তেলের ট্যাঙ্কার। পানামা ফ্ল্যাগ ট্যাঙ্কারটিতে ২২ জন ভারতীয় নাগরিক ছিলেন। পশ্চিম আফ্রিকার বেনিন উপকূলের কাছ থেকে আচমকা ভ্যানিস হয়ে যায় জাহাজটি। তবে কি জলদস্যুদের শিকার হল তেল ভর্তি জাহাজ? নাকি জলে ডুবে গেল? নাকি অন্যকিছু? এখনও কিছুই পরিস্কার নয়। গত ১ ফেব্রুয়ারি কোটোনোউ এলাকায় থাকার সময় এমটি মেরিন এক্সপ্রেস নামে জাহাজটির সঙ্গে যাবতীয় সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় জাহাজের মালিকদের। মুম্বই থেকে নাইজেরিয়ায় ভারতীয় দূতাবাসে খবর দেওয়া হয়। ভারতীয় দূতাবাস নাইজেরিয়া সরকারের কাছ থেকে নিখোঁজ জাহাজের খোঁজ পেতে সাহায্য চায়।

নাইজেরিয়া সরকার ইতিমধ্যেই তাদের সব জাহাজকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। ট্যাঙ্কারটিকে কোথাও সমুদ্রে দেখা যাচ্ছে কিনা সেদিকেও নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যেখান থেকে জাহাজটি উধাও হয়েছে, সেই এলাকায় জলদস্যুদের দাপট রয়েছে। তাই জলদস্যুরাই তেল ভর্তি ট্যাঙ্কারটিকে কব্জা করেছে বলে মনে করছেন অধিকাংশ আধিকারিক। তবে কোনও কিছুই এখনও পরিস্কার নয়। খোঁজ চলছে। প্রবল উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন ২২ ভারতীয়ের পরিবার।

Share
Published by
News Desk