National

নাতির গোপন ভিডিও ফাঁস করল ছেলের কুকীর্তি

Published by
News Desk

এক সপ্তাহ আগে ঠাকুমা মারা গেছেন। সবাই ভেবেছিলেন বার্ধক্যজনিত অসুস্থতার কারণেই মৃত্যু হয়েছে বৃদ্ধার। কিন্তু বৃদ্ধার ১ নাতি জানত স্বাভাবিক নয়, অস্বাভাবিকভাবেই মৃত্যু হয়েছে ঠাকুমার। সে কথা তো প্রমাণ করতে হবে। তাই গোপনে ফোনের ক্যামেরায় বৃদ্ধার নাতি রেকর্ড করে নেয় তার কাকার কুকীর্তি। ভিডিওটিতে দেখা যাচ্ছে পক্ষাঘাতগ্রস্ত বৃদ্ধাকে ঘর থেকে টেনে বার করছে এক ব্যক্তি। তারপর এক সময়ে সবার অলক্ষ্যে বৃদ্ধার ঘাড়ে বারবার সজোরে আঘাত করছে সে। যোগেন্দ্র চৌধুরী নামে ওই ব্যক্তি বৃদ্ধারই সন্তান। পেশায় তিনি একটি স্কুলের ইংরাজি শিক্ষক! ভিডিওটি প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায় আলোয়ারের শাহজাহানপুরে। অসুস্থ মায়ের উপর একি অমানুষিক অত্যাচার ছেলের! হতবাক হয়ে যান এলাকাবাসী।

গত ১৮ জানুয়ারি বাড়ির জানলা দিয়ে ভিডিওটি রেকর্ড করেছিল বৃদ্ধার ৯ বছরের নাতি। সে চেয়েছিল, সবাই জানুক সত্যিটা। কাকার অমানুষিক অত্যাচারের জন্যই ২৭ জানুয়ারি মারা যান তার ঠাকুমা। এই অত্যাচার ১ দিনের নয়। বিগত ৬ মাস ধরে ৮২ বছরের ঠাকুমাকে নির্মমভাবে মারধর করত তার কাকা। এমনটাই দাবি মৃত বৃদ্ধার নাতির। ভিডিও হাতে আসতেই তদন্তে নামে পুলিশ। থানায় ডেকে পাঠানো হয় ‘কীর্তিমান’ শিক্ষককে। পুলিশের তলব পেয়েও অবশ্য থানামুখো হননি অভিযুক্ত ব্যক্তি। এতেই সন্দেহ আরও দৃঢ় হয় পুলিশের। বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যুর পিছনে অভিযুক্তের হাত রয়েছে, এই মর্মে যোগেন্দ্র চৌধুরী নামে ওই শিক্ষকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ।

Share