National

বিয়ের আনন্দ মুহুর্তে শেষ, মৃত ৫

Published by
News Desk

গত বুধবার বিকেলে ঝাড়খণ্ডের লাতেহার জেলায় বিয়েবাড়ি থেকে একটি এসইউভিতে করে পালামৌয়ে ফিরছিলেন কয়েকজন। বিয়েবাড়ির আনন্দ ছিল। ফলে গাড়ির মধ্যেই নাকি চলছিল হাসিঠাট্টা। আনন্দমুখর গাড়ি ছুটে চলছিল দুরন্ত গতিতে। জাতীয় সড়কের কাছে উল্টোদিক থেকে আসা দুরন্ত গতির একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় গাড়িটির। ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় গাড়িতে থাকা ১ মহিলা সহ ৫ জনের। গুরুতরভাবে জখম হন আরও ৭ জন। তাঁদের উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, এসইউভিটির চালক স্বাভাবিক অবস্থায় ছিলেন না। যার জন্য গাড়ির উপর নিয়ন্ত্রণ হারিয়ে ঘটে যায় ভয়ঙ্কর দুর্ঘটনা। অকালে চলে যায় ৫টি প্রাণ।

Share
Published by
News Desk