National

ভোরবেলা লাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কা, মৃত ৪

Published by
News Desk

ভোরের দিকে রেল লাইনের ওপর কুয়াশার চাদর এখনও বেশ দাপটেই ব্যাট করছে। ফলে দৃশ্যমানতা কম। ট্রেনের চালকদের সামনে দেখতে বেশ বেগ পেতে হচ্ছে। বিহারের সিউয়ান ও আমরোলি স্টেশনের মাঝখানে রেল লাইনের অবস্থাও শুক্রবার ভোরে ছিল একই রকম। কুয়াশায় ঢাকা। সেসময়ে রেল লাইন পার হতে যান ৫ ব্যক্তি। এদিকে ঠিক তখনই ছুটে আসছিল একটি প্যাসেঞ্জার ট্রেন। ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন ৫ জনই। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের। গুরুতরভাবে আহত হন আরও ১ জন। তাঁকে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে।

রেল পুলিশের প্রাথমিক অনুমান কুয়াশার কারণে দুরন্ত গতির ট্রেনটিকে দেখতে পাননি রেললাইন পার করতে যাওয়া ব্যক্তিরা। যার জেরে ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা। বেঘোরে প্রাণ যায় ৪ জনের।

Share
Published by
News Desk