National

ট্রেনে অভিনেত্রীর শ্লীলতাহানি, সাহায্য করল না কেউ

Published by
News Desk

চোখের সামনে ট্রেনের ভিতরে একজন মহিলার শ্লীলতাহানি করা হয়েছে। সাহায্যের জন্য চিৎকার করছেন তিনি। অথচ গোটা ঘটনা দেখেও না দেখার ভান করেছিলেন উপস্থিত যাত্রীরা। যেন কিছুই হয়নি, এমন ভাব করে চুপ করেছিলেন অন্যান্য যাত্রীরা। সহযাত্রীদের এমন অমানবিক চেহারায় কার্যত মুষড়ে পড়েছেন মালয়ালম অভিনেত্রী সানুসা সন্তোষ।

সানুসা সন্তোষ দক্ষিণ ভারতের চলচ্চিত্র ও টেলিজগতের পরিচিত মুখ। গত বৃহস্পতিবার মাভেলি এক্সপ্রেসে নিজের গন্তব্যে যাচ্ছিলেন অভিনেত্রী। রাত তখন ১টা। ট্রেনের উপরের বার্থে নিশ্চিন্তে ঘুমচ্ছিলেন সানুসা। হঠাৎ ঠোঁটে মানুষের হাতের স্পর্শ পেয়ে ঘুম ভেঙে যায় তাঁর। চোখ খুলে দেখেন অপরিচিত এক পুরুষ যাত্রী তাঁর ঠোঁটে আঙুল বোলাচ্ছে। সাথে সাথে ট্রেনের আলো জ্বালিয়ে ওই ব্যক্তিকে পাকড়াও করেন তিনি। শক্ত করে সানুসা জাপটে ধরেন তাঁর ‘ইভটিজার’-কে। যাতে সে পালাতে না পারে, তার জন্য চিৎকার করে বগির অন্য যাত্রীদের সাহায্য চান অভিনেত্রী। অভিযোগ, সেই সময় সাহায্যের জন্য এগিয়ে আসেননি একজনও। সাহায্য অবশ্য তিনি পেয়েছেন। অন্য ১ পুরুষ যাত্রীর ও তাঁর ছবির চিত্রনাট্যকারের। তাঁদের সাহায্যে অভিনেত্রী টিকিট চেকারের হাতে তুলে দেন অভিযুক্তকে। পরের স্টেশনে অভিযুক্ত ‘ইভটিজার’-কে গ্রেফতার করে পুলিশ। যদিও এক মহিলার চিৎকারের পরও সহযাত্রীদের নির্লিপ্তভাব নিয়ে পরে প্রশ্ন তুলেছেন অভিনেত্রী।

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)

Share
Published by
News Desk