Categories: National

প্রবল বন্যায় বিধ্বস্ত মধ্যপ্রদেশ, মৃত ৩৫

Published by
News Desk

একটানা বৃষ্টিতে বন্যার কবলে পড়েছে মধ্যপ্রদেশের ২৩টি জেলা। বন্যায় এখনও পর্যন্ত ৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিভিন্ন জায়গা দিয়ে প্রবল গতিতে জল বইছে। জলের তোড়ে বহু মানুষ ভেসে গেছেন। তাঁদের অনেকেরই কোনও খবর নেই। নদীগুলি কার্যতই ফুঁসছে। দুকুল ছাপিয়ে জল ঢুকছে জনবসতিতে। অনেক এলাকাই জলের তলায় চলে গেছে। ইতিমধ্যেই ৩ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত। যারমধ্যে প্রায় ৯ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। রাজ্য সরকারের তরফে যে ত্রাণশিবিরগুলি খোলা হয়েছে আপাতত সেখানেই পরিবার নিয়ে মাথা গুঁজতে হয়েছে তাঁদের। এদিকে বৃষ্টি থামার নাম নিচ্ছে না। ফলে ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে পরিস্থিতি। ভোপাল, নৃসিংহপুর, ছাত্তারপুর, ইন্দোর, উজ্জয়িনী সহ অনেকগুলি জায়গাই এখন জলের তলায়। এদিকে উত্তরাখণ্ডেও বৃষ্টি চলেই চলেছে। ফলে সেখানেও ক্রমশ অবস্থা খারাপের দিকে যাচ্ছে। সিকিম-শিলিগুড়ি সড়কও প্রবল বৃষ্টির জেরে ধস নেমে বন্ধ হয়ে গেছে। সমস্যা পড়েছেন মানুষজন।

Share
Published by
News Desk