National

উড়ালপুল থেকে পড়ে মৃত তথ্যপ্রযুক্তি কর্মী

Published by
News Desk

চেন্নাই বিমানবন্দর সংলগ্ন উড়ালপুলের সিসিটিভি ফুটেজ বলছে, ঘড়িতে সকাল ৬টা বেজে ৩০ মিনিটে উড়ালপুলে বসে ফোনে কারও সাথে গল্প করছিলেন মাঝবয়সী এক ব্যক্তি। ফোনে কথা বলতে বলতে সেলফি তোলার চেষ্টা করতে দেখা যাচ্ছিল তাঁকে। মাঝে মাঝে আবার রেলিংয়ের বিপজ্জনক সীমা পেরিয়ে ঝুঁকেও পড়ছিলেন তিনি। আচমকাই সেই উড়ালপুল থেকে নিচে টার্মিনালের মাটিতে পড়ে যেতে দেখা গেল ওই ব্যক্তিকে। ১০ ফুট উচ্চতা থেকে নিচে পড়ার ফলে মাথা ফেটে চৌচির হয়ে গেল তাঁর।

সোমবার সকালে চেন্নাই বিমানবন্দর সংলগ্ন উড়ালপুল থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক তথ্যপ্রযুক্তি কর্মীর। বেঙ্গালুরুর একটি আইটি সংস্থায় কর্মরত চৈতন্য ভুয়ুরু নামে মৃত ব্যক্তি অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া এলাকার বাসিন্দা। চেন্নাই বিমানবন্দর থেকে যাত্রীদের বাইরে যাওয়ার ক্ষেত্রে ব্যবহৃত উড়ালপুলটিতে সোমবার ফোনে কথা বলছিলেন তিনি। কথা বলতে বলতে কী করে হঠাৎ নিচে পড়ে গেলেন ওই তথ্যপ্রযুক্তি কর্মী? এই প্রশ্নই এখন ভাবিয়ে তুলছে পুলিশকে। সাতসকালে কি করতে ওই ব্যক্তি বিমানবন্দর সংলগ্ন উড়ালপুলে গিয়েছিলেন? মেলেনি তার সদুত্তরও। মৃত ব্যক্তির কাছ থেকে পাওয়া যায়নি বিমানযাত্রার টিকিট। ফোনে ই-টিকিট থাকলেও ফোন ভেঙে যাওয়ায় তা উদ্ধার করা সম্ভব নয়। তবে কি সেলফি তুলতে গিয়েই কোনওরকমে টাল সামলাতে না পেরে ওই যুবক নিচে পড়ে যান? নাকি ফোনে কারোর সাথে কথা কাটাকাটি হওয়ার পর আত্মহত্যা করেন তিনি? পরিবার ও বিমানবন্দর কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করে সমস্ত প্রশ্নের এখন উত্তর খুঁজছে চেন্নাই পুলিশ।

Share
Published by
News Desk