National

৩ ছাত্রীকে ক্লাসের সকলে মিলে ১৬৮টি কষিয়ে চড়, কাকে গ্রেফতার করবে? আইনের দ্বারস্থ পুলিশ

Published by
News Desk

বিজ্ঞানের শিক্ষকের নির্দেশে ক্লাসের ৩ ছাত্রীকে ১৬৮টি করে চড় কষানোর অভিযোগ উঠল ক্লাসের অন্য ছাত্রীদের বিরুদ্ধে। এই ঘটনায় অন্য ২ ছাত্রীর পরিবার চুপ থাকলেও এক ছাত্রীর বাবা পুলিশে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার পর এবার মুশকিলে পড়েছে পুলিশ। এই ঘটনায় কাকে গ্রেফতার করা উচিত তাই ঠাওর করতে পারছে না তারা। ফলে আইনের দ্বারস্থ হয়েছে থানা। এটা জানতে চেয়ে যে এই ঘটনায় তাদের কাকে আইনত গ্রেফতার করা উচিত!

মধ্য প্রদেশের ঝাবুয়া জেলার জহর নবোদয় আবাসিক স্কুলে হওয়া ঘটনায় রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। যে ছাত্রীর বাবা পুলিশে অভিযোগ দায়ের করেছেন তিনি জানিয়েছেন, ষষ্ঠ শ্রেণিতে তাঁর মেয়ে পড়ে। গত ১১ জানুয়ারি সে বিজ্ঞানের হোমওয়ার্ক না করেই স্কুলে গিয়েছিল। তাতে তাদের বিজ্ঞান শিক্ষক মনোজ কুমার ভার্মা রেগে ক্লাসের সকলকে তাঁর মেয়েকে ২টি করে চড় কষানোর নির্দেশ দেন। তাও আবার টানা ৬ দিন মারার নির্দেশ দেওয়া হয়। ফলে পরপর ২ দিন স্কুলে গিয়ে ক্লাসের সকলের হাতে ২টি করে চড় খেতে হয়েছে তাঁর মেয়েকে। চড়ের সংখ্যা প্রায় ১৬৮টি। যারফলে তাঁর মেয়ে শারীরিক ও মানসিক দিক থেকে আতঙ্কের মধ্যে চলে গেছে বলে দাবি করেছেন ওই পিতা।

পুলিশ এই ঘটনায় আইনের সহায়তা নিচ্ছে। তারপরই গ্রেফতারির রাস্তায় হাঁটবে তারা। চড়ের শিকার ছাত্রীর ডাক্তারি পরীক্ষাও করানো হয়েছে।

Share
Published by
News Desk