Categories: National

যৌন হেনস্থার শিকার হলে ৯০ দিনের সবেতন ছুটি

Published by
News Desk

কাজের জায়গায় যৌন হেনস্থার শিকার হলে এবার থেকে ৯০ দিনের সবেতন ছুটি পাবেন কেন্দ্রীয় সরকারি মহিলা কর্মীরা। কর্মক্ষেত্রে যৌন হেনস্থা আইনের আওতায় এই ছুটি পাবেন হেনস্থার শিকার কোনও মহিলা। যৌন হেনস্থার অভিযোগ উঠলে তা নিয়ে তদন্ত হয়ে থাকে। সেই তদন্ত চলাকালীন ওই মহিলার ওপর চাপ কমাতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে কর্মীবর্গ ও প্রশিক্ষণ বিভাগ। তদন্ত চলাকালীন ওই মহিলাকে ভয় দেখিয়ে অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হয়ে থাকে। তাছাড়া একই অফিসে একসঙ্গে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে কাজ করতেও কুণ্ঠা বোধ করেন ওই মহিলা। যৌন হেনস্থার শিকার হলে মানসিক দিক থেকেও মহিলারা ভেঙে পড়েন। ফলে তাঁর স্বাভাবিক অবস্থায় ফিরতে কিছুটা সময় লাগে। সবদিক বিবেচনা করেই ৯০ দিনের সবেতন ছুটির সিদ্ধান্ত বলে জানান হয়েছে।

Share
Published by
News Desk