National

২০টি কার্তুজসহ দিল্লি মেট্রোয় আটক ১

Published by
News Desk

গত রবিবার বিকেল। দিল্লির আদর্শ নগর মেট্রো স্টেশনে চলছিল তল্লাশি। সেই সময়েই বছর ৩৩-এর এক ব্যক্তির ব্যাগ থেকে উদ্ধার হয় ২০টি কার্তুজ। তাকে তখনই আটক করে সিআইএসএফ। গঙ্গা রাম নামে উত্তরপ্রদেশের মোরাদাবাদের বাসিন্দা ওই ব্যক্তি দিল্লির হাসপাতালে ভর্তি তার ১ আত্মীয়কে দেখতে বন্ধু ও বন্ধুর স্ত্রীকে নিয়ে এসেছিল।

সিআইএসএফের কাছে গঙ্গা রাম দাবি করে, তার সঙ্গে থাকা কার্তুজের জন্য প্রয়োজনীয় ছাড়পত্র তার কাছে আছে। স্বভাবতই তা দেখতে চান সিআইএসএফ আধিকারিকরা। কিন্তু গঙ্গা রাম কোনও কিছু দেখাতে পারেননি। বরং সে দাবি করে, তার ওই কাগজ মোরাদাবাদের বাড়িতে আছে। যদিও তাতে চিঁড়ে ভেজেনি। গঙ্গা রামের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। তাকে আটক করা হলেও তার সঙ্গে থাকা বন্ধু ও বন্ধুর স্ত্রীকে ছেড়ে দিয়েছে সিআইএসএফ।

Share
Published by
News Desk