National

পরপর ৩টি গরুকে ধর্ষণ, শ্রীঘরে অভিযুক্ত

Published by
News Desk

গাধা, মুরগি, কুকুরছানার পর এবার ধর্ষণের শিকার গরু। একইদিনে পরপর ৩টি গরুকে ধর্ষণ। পৈশাচিক যৌন নির্যাতন সহ্য করতে না পেরে মৃত্যু হয়েছে ১টি গরুর। অভিযোগ, এই কুকীর্তি করেছে গরুর মালিকেরই কর্মচারি। ঘটনার কথা জানাজানি হতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গুজরাটের ভদোদরায়।

ভদোদরার বাসিন্দা লালজি রাবারির নিজের গোশালা রয়েছে। দুগ্ধ ব্যবসায়ী লালজির দাবি, গত সোমবার সকালে গোয়ালে ৩টি গরুর পা দড়ি দিয়ে শক্ত করে বাঁধা অবস্থায় দেখতে পান তিনি। যার মধ্যে একটি গরুর নিথর দেহ মাটিতে পড়ে থাকতে দেখা যায়। লালজির সন্দেহ গিয়ে পড়ে রাঠোড়িয়া নামে তাঁরই এক কর্মচারির উপর। কারণ, ২ বছর আগে একটি বাছুরকে নাকি একইভাবে ধর্ষণ করেছিল অভিযুক্ত। এমনটাই দাবি গোশালার মালিকের। এরপর তিনি অভিযুক্ত কর্মচারিকে পুলিশের হাতে তুলে দেন। অভিযোগ করেন, রবিবার রাতভর তাঁর ৩টি গরুকে ধর্ষণ করেছে রাঠোড়িয়া। লালজির অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে ভারনামা থানার পুলিশ। গ্রামবাসীদের দাবি, অভিযুক্ত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। জেরায় ৩টি গরুকে ধর্ষণের কথা অভিযুক্ত স্বীকার করেছে বলে দাবি পুলিশের। এরপরেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

Share
Published by
News Desk