National

প্রদ্যুম্ন হত্যাকাণ্ডের ছায়া লখনউয়ে, প্রথম শ্রেণির ছাত্রকে কুপিয়ে হত্যার চেষ্টা

গুরুগ্রামের প্রদ্যুম্ন ঠাকুর হত্যাকাণ্ডের আতঙ্কের ছায়া এবার উত্তরপ্রদেশের লখনউয়ে। ২০১৭-য় রায়ান ইন্টারন্যাশনাল স্কুলের টয়লেটের সামনে পাওয়া গিয়েছিল প্রদ্যুম্নের গলাকাটা দেহ। পরীক্ষা পিছতে স্কুলের উঁচু ক্লাসের ছাত্র নির্মমভাবে প্রদ্যুম্নকে হত্যা করে বলে অভিযোগ ওঠে। সেই হত্যাকাণ্ডের রেশ কাটার আগেই একই ঘটনার পুনরাবৃত্তি হল লখনউয়ের একটি নামকরা বেসরকারি স্কুলে। এবারে যার বিরুদ্ধে অভিযোগ সে ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তবে প্রদ্যুম্নের মতো এবারে শেষ হয়ে গেল না আক্রান্ত ছাত্রের জীবন।

গত মঙ্গলবার ত্রিবেণীনগরের ব্রাইটল্যান্ড ইন্টার কলেজ স্কুলের শৌচাগারে ক্লাস ওয়ানের ছাত্রের উপর চড়াও হয় উঁচু ক্লাসের এক ছাত্রী। হৃতিক শর্মা নামের ছাত্রকে আচমকা সে মারতে শুরু করে বলে অভিযোগ। ছুরি দিয়ে হৃতিকের বুকে-পেটে-চোখে কোপাতে থাকে উঁচু ক্লাসের ‘দিদি’। তারপর রক্তাক্ত ছাত্রকে শৌচাগারে বন্ধ করে চম্পট দেয় সে। এমনটাই দাবি আহত ছাত্রের। পরে শৌচাগার থেকে রক্তাক্ত ছাত্রের গোঙানি শুনে তাকে উদ্ধার করেন স্কুলের এক শিক্ষক। গুরুতর আহত ছাত্রকে দ্রুত ভর্তি করা হয় হাসপাতালে। খবর দেওয়া হয় আক্রান্ত ছাত্রের পরিবারকে। হাসপাতাল থেকে জখম ছাত্রকে এরপর নিয়ে যাওয়া হয় কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটির ট্রমা কেন্দ্রে। চিকিৎসার পর আহত ছাত্রের অবস্থা এখন স্থিতিশীল।

মঙ্গলবার তাড়াতাড়ি স্কুল ছুটি চেয়েছিল ছেলেদের মতো চুল কাটা ‘দিদি’। তাই হৃতিককে মারছিল সে। অভিযুক্ত ছাত্রী হৃতিককে মারার সময় সে কথা জানায় বলে দাবি আহত ছাত্রের। ছাত্র ও তার পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে লখনউ পুলিশ। ক্লাস ওয়ানের ছাত্রের বিবরণ অনুযায়ী স্কুলের ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেন তদন্তকারীরা। এর আগেও স্কুলের মধ্যে অভিযুক্ত ছাত্রী অস্বাভাবিক আচরণ করেছে বলে তদন্তে জানতে পেরেছে পুলিশ। স্কুলের ভিতর এমন নৃশংস ঘটনার পর কেটে গেছে ২৪ ঘণ্টা। অথচ পুরো ঘটনা সম্পর্কে পুলিশকে রাখা হয় সম্পূর্ণ অন্ধকারে। এই অভিযোগে ব্রাইটল্যান্ড ইন্টার কলেজ স্কুল কর্তৃপক্ষকে শো কজ করেছে পুলিশ। গত বুধবার থেকে স্কুল প্রাঙ্গণে বিক্ষোভ দেখাতে শুরু করেন অন্যান্য ছাত্রছাত্রীদের অভিভাবকরাও। স্কুলে বাচ্চাদের নিরাপত্তা আদৌ আছে কি? প্রশ্ন তুলছেন আতঙ্কিত মা-বাবারা।

News Desk

অন্যধারার খাবারেও দেশের সেরা কলকাতা, কামাল দেখাল ফুচকা, আলুপোস্ত

খাবার বললে কলকাতা শহরের জুড়ি নেই। এবার নতুন ধারনার খাদ্যাভ্যাসেও সেরা হল কলকাতা। তাও আবার…

November 26, 2025

স্ত্রীকে অন্তঃসত্ত্বা করতে প্রতিবেশিকে ভাড়া করেন স্বামী, তারপর ঘটল অন্য কাণ্ড

তিনি শারীরিকভাবে অপারগ। এটা জানার পর এক ব্যক্তি তাঁর প্রতিবেশিকে ভাড়া করেন তাঁর স্ত্রীকে অন্তঃসত্ত্বা…

November 26, 2025

মেঘের পিছনে স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে এল রঙিন পুতুল, আকাশ থেকে কোথায় নামল সেটাই রহস্য

তাকে ফিরে পেতে এখন হন্যে হয়ে খুঁজছেন সকলে। যে সে পুতুল নয়। একাই স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে…

November 26, 2025

২৭ বছর ধরে হেঁটে চলেছেন তিনি, হেঁটে পৃথিবী ভ্রমণ করতে গিয়ে সমুদ্রও হেঁটেই পেরিয়েছেন

২৭ বছরে কোনও যানবাহনে ওঠেননি তিনি। এমনকি কোনও নৌকা বা গরুর গাড়িতেও নয়। স্রেফ পায়ে…

November 26, 2025

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

বৃষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025