National

মুম্বইয়ের কাছে সমুদ্রে ভেঙে পড়ল পবন হংস, মৃত ৪, নিখোঁজ ৩

Published by
News Desk

শনিবার বেলা ১০টা ১৪। জুহু এয়ারপোর্ট থেকে ওএনজিসি-র ৫ আধিকারিককে নিয়ে আকাশে ওড়ে একটি পবন হংস হেলিকপ্টার। কপ্টারে ৫ আধিকারিক ছাড়াও ছিলেন ২ পাইলট। ৩ ঘণ্টার ওপর আকাশে ওড়ার মত জ্বালানি নিয়ে সমুদ্রের বুকে ভেসে পড়ে হেলিকপ্টারটি। গন্তব্য ছিল সমুদ্রের মাঝে তৈরি একটি তৈল উত্তোলন কেন্দ্র। সূত্রের খবর, ৪৫ মিনিটের যাত্রাপথের ১৬ মিনিট কাটার পরই বেলা সাড়ে ১০টা নাগাদ হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে হয়ে যায় এয়ার ট্রাফিক কন্ট্রোলের। শেষ সংযোগ থাকা অবস্থায় হেলিকপ্টারটি মুম্বই সমুদ্রতট থেকে প্রায় ৫০ কিলোমিটার সমুদ্রের ভিতরে ছিল।

খোঁজ না মেলায় দ্রুত খবর দেওয়া উপকূলরক্ষী বাহিনীকে। আকাশপথেও শুরু হয় খোঁজ। দুপুর সাড়ে ১২টা নাগাদ সমুদ্র থেকে প্রথম দেহটি উদ্ধার হয়। হেলিকপ্টারের একটি ভাঙা অংশকেও ভাসতে দেখেন উদ্ধারকারীরা। পরে আরও ৩টি দেহ উদ্ধার হয়। বাকি ৩ জনের খোঁজে তল্লাশি চলছে। বিষয়টি নেহাতই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে মনে হলেও ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে ডিজিসিএ।

(ছবি – সৌজন্যে – ট্যুইটার)

Share
Published by
News Desk