National

মর্মান্তিক পথ দুর্ঘটনা কেড়ে নিল ৫ কুস্তিগিরের প্রাণ

Published by
News Desk

বছরের শুরুতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় দেশবাসী হারিয়েছিলেন এক বিশ্বচ্যাম্পিয়ন সহ জাতীয় স্তরের ৫ ভারোত্তোলককে। মর্মান্তিক সেই পথ দুর্ঘটনার কালো ছায়া এবার ফিরে এল মহারাষ্ট্রে। ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৫ কুস্তিগিরের। মৃতদের নাম বিজয় পাটিল, শুভম ঘার্গে, সৌরভ মাণে, আকাশ দেশাই এবং অবিনাশ গায়কোয়াড়। তবে ভাগ্যক্রমে বেঁচে গেছেন ওই ৫ কুস্তিগিরের প্রশিক্ষক বিজয় মোহিত। দুর্ঘটনার কিছুক্ষণ আগেও গাড়িতে ছিলেন তিনি। কিন্তু তাঁর গ্রাম এসে পড়ায় গাড়ি থেকে আগে নেমে যান কুস্তিগিরদের প্রশিক্ষক। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন গাড়ির চালকও। আহত আরও ৫। মৃত ৫ কুস্তিগির সাঙ্গলির ক্রান্তি কুস্তি প্রতিষ্ঠানের ছাত্র বলে জানা গিয়েছে।

গত শুক্রবার রাতে পুনের ঔয়ধ গ্রামের কুস্তির প্রতিযোগিতা থেকে ফিরছিলেন ওই ৫ কুস্তিগির। গাড়িতে তাঁদের সঙ্গে ছিলেন চালকসহ আরও ৬ জন ব্যক্তি। মহারাষ্ট্রের কড়েগাঁও-সাঙ্গলি রাস্তা ধরে গন্তব্যের দিকে যাচ্ছিল তাঁদের নীল রঙের এসইউভিটি। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, কড়েগাঁও-সাঙ্গলি রাস্তা ধরে উল্টোদিক দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা আখভর্তি ট্রাক সোজা ধাক্কা মারে কুস্তিগিরদের গাড়িটিকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ কুস্তিগিরসহ মোট ৬ জনের। পুলিশ এসে দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি থেকে উদ্ধার করে মৃত ও আহত ব্যক্তিদের। ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। পলাতক ট্রাক চালকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

(ছবি – সৌজন্যে – ট্যুইটার)

Share
Published by
News Desk