Categories: National

কুকীর্তির ছবি তুলে পিতাকে জেলে পাঠাল মেয়ে

Published by
News Desk

বাইরের কেউ নয়, নিজের বাবার হাতেই টানা চার বছর ধরে যৌন হয়রানির শিকার হতে হয়েছে তাঁকে। আপাত দৃষ্টিতে অবিশ্বাস্য তাঁর সেই অভিযোগ মানতে চাননি খোদ তাঁর পরিবারের লোকজন। কোনও প্রমাণ না থাকায় তাঁরা বরং অষ্টাদশীটির উপরই রাগ করেছেন বাবার সম্বন্ধে এমন কথা বলায়। অথচ দিনের পর দিন বাবার হাতে যৌন হয়রানি সহ্য করতে করতে মেয়েটি মানসিক দিক থেকে সম্পূর্ণ ভেঙে পড়েছিল। বাবার বিরুদ্ধে প্রমাণ যোগাড় করতে এক বন্ধুর সঙ্গে আলোচনা করে ঘরে লুকোনো ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেয় সে। আর সেই ক্যামেরাতেই বন্দি হয়ে যায় পিতার কুকীর্তি। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের জালাউন জেলায়। কলেজ পড়ুয়া ওই মেয়েটির অভিযোগক্রমে অভিযুক্ত পিতাকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর দাবির সপক্ষে তোলা ভিডিও মেয়েটি তুলে দিয়েছে পুলিশের হাতে। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় মেয়ের সঙ্গে অভব্য আচরণের কথা স্বীকার করে নিয়েছে ওই ব্যক্তি।

Share
Published by
News Desk