National

শিবসেনা নেতাকে কুপিয়ে খুন, স্তব্ধ কান্ডিভলি

Published by
News Desk

সোমবার সকাল থেকেই মুম্বইয়ের কান্ডিভলির সমতা নগর বন্ধের চেহারা নেয়। কেউ বাড়ি থেকে বার হতেও পারেননি। শিবসেনা কর্মী সমর্থকদের মধ্যে ছিল ক্ষোভের বহিঃপ্রকাশ। সমতা নগরের ২ বারের পুরপ্রতিনিধি তথা শিবসেনা নেতা অশোক সাওয়ান্তকে গত রবিবার রাত ১১টা নাগাদ দুষ্কৃতীরা তাঁরই বাড়ির সামনে কুপিয়ে খুন করে পালায়।

পুলিশ জানিয়েছে, এক বন্ধুর সঙ্গে দেখা করে ফিরছিলেন অশোক সাওয়ান্ত। অভিযোগ, তাঁর বাড়ির সামনে আগে থেকেই অপেক্ষারত ছিল ২ দুষ্কৃতী। বছর ৬২-র অশোক সাওয়ান্ত বাড়ির সামনে আসতেই তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে তারা। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় তাঁকে। তারপর সেখান থেকে চম্পট দেয় ২ দুষ্কৃতী। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকাল থেকেই থমথম করছে সমতা নগর সহ কান্ডিভলির একাংশ। সমতা নগরের অনেকে বাড়ি থেকে পর্যন্ত বার হতে পারেননি। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। সকাল থেকেই এলাকার সব দোকানপাট ছিল বন্ধ।

Share
Published by
News Desk