National

বন্দুকের নলের মুখে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ, প্রতিবেশির দিকে আঙুল

Published by
News Desk

শ্লীলতাহানি করার অপরাধে কপালে জুটেছিল প্রহার। তারই প্রতিশোধ নিতে বন্দুকের নলের মুখে রেখে এক বিবাহিতা মহিলাকে অপহরণ করল প্রতিবেশি এক যুবক। তার পরে চলল ওই মহিলার উপর লাগাতার গণধর্ষণ। পাশবিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মেরঠে। অভিযোগ, মেরঠের বাসিন্দা ওই গৃহবধূ বাজার করতে গেলে তাঁকে প্রায়শই উত্যক্ত করত অভিযুক্ত প্রতিবেশি। এই নিয়ে ওই মহিলা যুবকের পরিবারের কাছে অভিযোগ জানালেও লাভের লাভ কিছু হয়নি। তারপরেও বেপরোয়া ওই প্রতিবেশি লাগাতার রাস্তায় উত্যক্ত করতে থাকে তাঁকে।

পুলিশকে এই বিষয়ে জানালেও ঘটনার কোনও প্রতিকার হয়নি বলে দাবি নির্যাতিতার। পরে ওই মহিলার পরিবারের লোকের কাছে মারও খায় অভিযুক্ত। ঘটনার দিন, নিগৃহীতা মহিলা তাঁর বাচ্চাদের টিউশন ক্লাসে ছেড়ে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, সেই সময় আচমকা প্রতিবেশি যুবকটি তাঁর উপর চড়াও হয়। বন্দুকের মুখে রেখে নির্যাতিতাকে নিয়ে যাওয়া হয় অজানা এলাকায়। সেখানে টানা ৭ দিন আটকে রেখে অভিযুক্ত প্রতিবেশিসহ আরও কয়েকজন তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ নির্যাতিতার।

নির্যাতিতার দাবি গণধর্ষণের বিষয়ে পুলিশকে জানালেও পুলিশের ভূমিকা ছিল নিঃস্পৃহ। পুলিশের অবশ্য দাবি গত বৃহস্পতিবার নির্যাতিতার স্বামী নাকি প্রতিবেশির সঙ্গে স্ত্রীর পালিয়ে যাওয়ার বিষয়ে অভিযোগ জানান পুলিশকে। পরে সেই প্রতিবেশি তাঁর স্ত্রীকে আবার বাড়িতে ফেরত দিয়ে যায়। পরে ওই ব্যক্তির স্ত্রী গণধর্ষণের অভিযোগ জানালে তদন্ত শুরু করা হয় বলে জানিয়েছে পুলিশ।

Share
Published by
News Desk