National

বিকেলে বন্‌ধ তুলে নিল দলিত দলগুলি, ছন্দে ফিরছে মুম্বই

Published by
News Desk

ভারিপা বহুজন মহাসংঘের নেতা প্রকাশ আম্বেদকর সহ দলিত দলগুলির ডাকে মহারাষ্ট্র বন্‌ধে এদিন দিনভর চলল রাস্তা অবরোধ, জোর করে দোকান বন্ধ, রেল রোকো, বেস্টের বাসে আক্রমণের চেষ্টা। এককথায় গোটা মহারাষ্ট্র জুড়েই বিভিন্ন জায়গায় কমবেশি অশান্তির ছবি সামনে এসেছে। সকাল থেকেই অনেক জায়গা ছিল থমথমে, শুনশান।

বাণিজ্য নগরী মুম্বইতেও এদিন স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়। মুম্বইয়ের বান্দ্রার ২টি রাস্তা অবরোধ করেন বন্‌ধ সমর্থকেরা। বিভিন্ন জায়গায় মিছিলও বার হয়। বেশ কিছু জায়গায় জোর করে দোকানপাট বন্ধ করানোর অভিযোগ উঠেছে বন্‌ধ সমর্থকদের বিরুদ্ধে। দিনভর এসব চলার পর বিকেলে বন্‌ধ প্রত্যাহার করে নেওয়া হয়। ক্রমশ ছন্দে ফেরে জনজীবন।

Share
Published by
News Desk