Categories: National

থমথমে উপত্যকা, ৪ জায়গায় জারি কার্ফু

Published by
News Desk

সন্ত্রাসের দুনিয়ার পোস্টারবয় তথা কুখ্যাত হিজবুল মুজাহিদিন নেতা বুরহান মুজফফর ওয়ানির মৃত্যুকে কেন্দ্র করে জ্বলছে কাশ্মীর। ৪ দিনে পা দিল এই অশান্তি। এখনও রাজ্যের ৪টি জায়গায় কার্ফু জারি রয়েছে। মাঝেমধ্যেই সুরক্ষা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বেধে যাচ্ছে। শেষ ৪ দিনে বিক্ষোভকারী-সুরক্ষা বাহিনী সংঘর্ষে ৩২ জনের মৃত্যু হয়েছে। এখনও থমথমে গোটা উপত্যকা। মঙ্গলবারও অধিকাংশ এলাকায় বন্‌ধের চেহারা। রাস্তায় যানবাহনের দেখা নেই। সর্বত্র টহল দিচ্ছে সুরক্ষা বাহিনীর জওয়ানরা। শ্রীনগরের নুরবাগ এলাকায় সুরক্ষা বাহিনীকে লক্ষ করে পেট্রোল বোমা ছোঁড়া হয়। সাপোরে একটি পুলিশ ফাঁড়িতে আক্রমণ চালায় এক জঙ্গি। প্রসঙ্গত, কাশ্মীরের অশান্ত পরিস্থিতির সুযোগ নিচ্ছে জঙ্গিরাও। এদিকে টানা ৩ দিন বন্ধ থাকার পর নিশ্ছিদ্র নিরাপত্তায় ফের শুরু হয়েছে অমরনাথ যাত্রা।

Share
Published by
News Desk