National

খেলা ছেড়ে স্নান করতে বলায় আত্মঘাতী বালক

Published by
News Desk

বছরের প্রথম দিনে ছেলেকে তাড়াতাড়ি স্নান করে নিতে বলেছিলেন বাবা। খেলায় মত্ত থাকার জন্য হালকা বকাবকিও করেছিলেন। সেটাই যেন অপরাধ ছিল বাবার। এইটুকু কারণে আত্মহত্যার পথ বেছে নিল ১০ বছরের এক কিশোর। যা মর্মান্তিক আবার বিস্ময়করও বটে। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কোয়েম্বাটুর এলাকায়।

১ জানুয়ারি, স্কুল ছুটি। সকাল থেকেই তাই বন্ধুদের সঙ্গে খেলায় মেতে ওঠে পঞ্চম শ্রেণির ওই ছাত্র। বেলা গড়ালেও স্নান করার দিকে খেয়াল ছিল না তার। তাই তার বাবা স্নান করার জন্য তাকে বকুনি দেন। বকাবকির পর বালকটি তোয়ালে নিয়ে সোজা ঢুকে যায় স্নানঘরে। বেশ কিছুটা সময় পার হয়ে গেলেও বাথরুম থেকে ছেলে বার না হওয়ায় সন্দেহ হয় অভিভাবকদের। বাথরুমের দরজা ভেঙ্গে ফেলে হতভম্ব হয়ে যান তাঁরা। দেখেন, ছেলে টাওয়েল গলায় জড়িয়ে আত্মঘাতী হয়েছে। সঙ্গে সঙ্গে বালকটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

ছেলেবেলা মানে সারল্যে ভরপুর মন। হাতের মুঠোয় যা পাওয়া যায় তাই হয়ে ওঠে খেলার সামগ্রি। অথচ স্নানের তোয়ালেকে আত্মহত্যার কাজে ব্যবহার করার মত ভাবনা কি করে ওই বালকের মাথায় এল সেটাই আশ্চর্যের।

Share
Published by
News Desk