National

বুধবার মহারাষ্ট্রে বন্‌ধের ডাক, সতর্ক প্রশাসন

Published by
News Desk

গত সোমবার থানের ভীমা কোরেগাঁওয়ের সংঘর্ষ থামাতে পুলিশি ব্যর্থতার অভিযোগ করে বুধবার মহারাষ্ট্র বন্‌ধের ডাক দিলেন ভারিপা বহুজন মহাসংঘের নেতা প্রকাশ আম্বেদকর। তাঁর অভিযোগ হিন্দু একতা অগধি ও শিবরাজ প্রতিষ্ঠান সোমবারের সংঘর্ষের জন্য দায়ী। তাঁর আরও দাবি, মহারাষ্ট্র লেফট ফ্রন্ট, মহারাষ্ট্র ডেমোক্র্যাটিক ফ্রন্ট সহ প্রায় আড়াই শো সংগঠন তাঁদের ডাকা এই বন্‌ধকে সমর্থন জানিয়েছে।

প্রসঙ্গত মহারাষ্ট্রের দলিত নেতা প্রকাশ আম্বেদকর সম্পর্কে ডঃ বি আর আম্বেদকরের নাতি। প্রকাশ আম্বেদকর আগামী বুধবারের বন্‌ধে শান্তি বজায় রাখার ডাকও দিয়েছেন। পাশাপাশি পরিস্কার করে দিয়েছেন যে সোমবারের সংঘর্ষকে মারাঠাদের সঙ্গে দলিতদের সংঘর্ষ হিসাবে না দেখতে। কারণ তেমন কিছু হয়নি। এদিকে মহারাষ্ট্র বন্‌ধের ডাককে হাল্কাভাবে নিচ্ছে না রাজ্য সরকার। বন্‌ধ মোকাবিলায় যথেষ্ট পুলিশি বন্দোবস্ত থাকছে।

Share
Published by
News Desk