National

সুপারসনিক ইন্টারসেপটর মিসাইলের সফল পরীক্ষা করল ভারত

Published by
News Desk

সুরক্ষার কথা মাথায় রেখে তৈরি সুপারসনিক ইন্টারসেপটর মিসাইলের সফল পরীক্ষা করল ভারত। বৃহস্পতিবার বঙ্গোপসাগরের ওপর এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করা হয়। এটি একটি টু-টিয়ারড ব্যালিস্টিক মিসাইল সিস্টেম। যা তৈরি করা হয়েছে শত্রুপক্ষের ছোঁড়া ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করতে।

পরমাণু শক্তি নির্ভর সুপারসনিক ইন্টারসেপটর মিসাইলটি ২ হাজার কিলোমিটার দূরেও শত্রুর ছোঁড়া ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করতে সক্ষম। তাছাড়া ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের মতও কাজ করতে পারে ভারতে তৈরি এই ক্ষেপণাস্ত্র।

সম্পূর্ণ কার্যকরী হতে যদিও কিছুদিন দেরি আছে। তবে আগামী দিনে দেশের প্রধান শহরগুলির সুরক্ষা সুনিশ্চিত করতে এই ক্ষেপণাস্ত্র বড় ভূমিকা পালন করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা।

Share
Published by
News Desk