National

কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে গণধর্ষণ, ধৃত ৩

Published by
News Desk

২০১৭-র শেষে ধর্ষণের কলঙ্কে বারবার মুখ ঢাকছে রাজধানী দিল্লি। ক্রিসমাসের আগের রাতে এক উঠতি মডেলকে গণধর্ষণের অভিযোগ উঠল নির্ভয়াকাণ্ডের শহরেই। সূত্রের খবর, নির্যাতিতা মডেল বিহারের বাসিন্দা। মুম্বইয়ে কাজ পাইয়ে দেওয়ার নাম করে গত রবিবার দিল্লির একটি শপিং মলে ওই মডেলকে তাঁর পরিচিত এক যুবক ডাকে বলে অভিযোগ। সেখানে আরও ২ বন্ধুর সঙ্গে ওই যুবক মডেলের আলাপ করিয়ে দেয়।

নিগৃহীতা মডেলের দাবি, ওই ৩ যুবক তাঁকে দিল্লির আর কে পুরম এলাকার একটি ফ্ল্যাটে নিয়ে যায়। সেখানে মদ্যপান করে ৩ যুবক মিলে তাঁকে গণধর্ষণ করে বলে গত মঙ্গলবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ওই মডেল। যুবতীর শারীরিক পরীক্ষার পর ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। অভিযুক্ত ৩ যুবককে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। তাদের জেরা করার পাশাপাশি ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Share
Published by
News Desk