National

পুরুষ সেজে ৩ কিশোরীকে বিয়ে অপর কিশোরীর

Published by
News Desk

এক স্ত্রী থাকা সত্ত্বেও স্বামীর অন্যত্র একাধিক বিয়ের কথা হামেশাই জানা যায়। সেই স্বামী যদি আসলে স্বামী না হয় তখন কি হবে? সেই ছদ্মবেশী স্বামী আবার ৩টি বিয়েও করে বসে আছে। ভাবছেন এ কেমন বিদঘুটে রসিকতা! রসিকতা নয়। লিঙ্গের দিক থেকে পুরুষ না হয়েও ৩ জনকে বিয়ে করে প্রতারণা করার অভিযোগ উঠেছে অন্ধ্রপ্রদেশের এক কিশোরীর বিরুদ্ধে। আর সেই অভিযোগ সম্প্রতি সামনে এসেছে তৃতীয় স্ত্রী ও তার পরিবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করার পর। ভাবছেন এতো এক সমকামীর বহুবিবাহের ঘটনা? আজ্ঞে, মোটেই তা নয়। ঘটনাটা তবে খুলেই বলা যাক।

তামিলনাড়ুর একটি বেসরকারি সুতোকলে কাজ করত অভিযুক্ত ছদ্মবেশী ‘স্বামী’ ১৮ বছরের রামাদেবী। স্থানীয় সূত্রের খবর, অভিযুক্ত কিশোরী সবসময় ছেলেদের পোশাক পরে ঘুরে বেড়াত। এমনকি তার হাবভাব চালচলন দেখে এলাকাবাসী বা মিলের কোনও কর্মী ঘুণাক্ষরে টের পাননি যে সে মেয়ে। কাজের সূত্রে সম্প্রতি অন্ধ্রপ্রদেশের কাশীনয়না এলাকার বাসিন্দা কিশোরী মৌনিকার সঙ্গে ভালবাসার সম্পর্ক গড়ে ওঠে রামাদেবীর। গোপনে দুই কিশোরী বিয়েও করে নেয়। কিন্তু অচিরেই স্বপ্নভঙ্গ হয় মৌনিকার। ক্রিসমাস উৎসব উপলক্ষে বাড়িতে এসে আত্মীয়দের কাছে রামাদেবীর আসল লিঙ্গ পরিচয়ের কথা খুলে বলে মৌনিকা। প্রতারণার অভিযোগে রামাদেবীর বিরুদ্ধে মৌনিকার পরিবার পুলিশের দ্বারস্থ হয়। তারপরেই ছেলে সেজে থাকা রামাদেবীকে আটক করে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ।

জেরায় প্রেমের ফাঁদে ফেলে আরও ২ কিশোরীকে বিয়ে করার কথা পুলিশের কাছে স্বীকার করে অভিযুক্ত কিশোরী। বর্তমানে রামাদেবী ও তার ৩ কিশোরী স্ত্রীর মনোবিদের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। এমন আজব ঘটনায় রীতিমত তাজ্জব স্থানীয় বাসিন্দারা।

Share
Published by
News Desk