National

একই গাছে ২ বোনের ঝুলন্ত দেহ, আত্মহত্যা নাকি হত্যা, ধন্ধে পুলিশ

Published by
News Desk

একসঙ্গে ২ বোনের গাছে ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় উত্তরপ্রদেশের নয়ডায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। সূত্রের খবর, মঙ্গলবার ভোরে নয়ডার বরৌলা গ্রামের কাছে একটি গাছে ২ বোনের দেহ ঝুলে থাকতে দেখেন পরিবারের লোকজন। তাঁরাই স্থানীয়দের সাহায্যে খবর দেন থানায়। ঘটনাস্থলে এসে ২ কিশোরীর দেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রের খবর, মৃত দুই কিশোরীর একজন স্কুল ছাত্রী, অপরজন একটি বেসরকারি সংস্থায় কাজ করত। মৃত কিশোরীদের বাবার অভিযোগ, তাঁর এক দূর সম্পর্কের আত্মীয় বিবাহিত হয়েও তাঁর এক মেয়েকে বিয়ে করতে চাইছিল। কিছুদিন আগে তাকে নিয়ে সে পালিয়ে যায় বলে দাবি মৃতার বাবার। পরে মেয়ে ফেরত এলে মেয়েকে তিনি বকাবকি করেন বলে জানিয়েছেন কিশোরীদের বাবা। তাঁর দাবি, এরপর থেকে ঐ আত্মীয় তাঁর মেয়েদের ক্ষতি করে দেওয়ার হুমকি দিতে থাকে।

পুলিশের প্রাথমিক অনুমান, সোমবার ভোররাতে স্বামী স্ত্রী যখন ঘরের ভিতর ঘুমচ্ছিলেন, সম্ভবত তখন দরজা বাইরে থেকে আটকে বার হয় ২ বোন। তারপরেই ঘটে দুর্ঘটনা। তবে সেই দুর্ঘটনা নিছক আত্মহত্যা নাকি তাদের খুন করা হয়েছে তা জানতে তদন্তে নেমেছে পুলিশ। এমনকি পরিবারের সম্মান রক্ষার্থে খুনের তত্ত্বও উড়িয়ে দিচ্ছে না পুলিশ।

Share
Published by
News Desk