National

রাজস্থান, কেরালার পর এবার গুজরাটে বাঙালি শ্রমিকের রহস্যমৃত্যু

Published by
News Desk

ভিন রাজ্যে কাজ করতে যাওয়া বাঙালি শ্রমিকদের জন্য কতটা নিরাপদ? সেই প্রশ্ন ফের তুলে দিল গুজরাটে বাঙালি শ্রমিকের রহস্যমৃত্যুর ঘটনা। রাজস্থানে আফরাজুল, কেরালায় হেমন্ত রায়ের পর এবারে গুজরাটে মধু সরকার।

সূত্রের খবর, গুজরাটে একটি কারখানায় কাজ করতেন মধু সরকার। সেই কারখানা ছেড়ে ২ মাস আগে একটি প্লাইউডের কারখানায় কাজে যোগ দেন তিনি। পরিবারের দাবি, গত সোমবার গুজরাট থেকে মৃত শ্রমিকের আলিপুরদুয়ারের বাড়িতে ২ বার ফোন আসে। প্রথম ফোনে ঐ শ্রমিকের অসুস্থতার খবর দেওয়া হয়। দ্বিতীয় ফোনে জানানো হয় তাঁকে খুন করার কথা। গুজরাটে থাকা মৃত শ্রমিকের আত্মীয়ের দাবি, ভারী কোন বস্তু দিয়ে মধু সরকারকে খুন করা হয়েছে।

ইতিমধ্যেই মৃতের আত্মীয়রা গুজরাট পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ তদন্ত শুরু করেছে। মধু সরকার যাঁদের সঙ্গে থাকতেন তাঁদের কয়েকজনের সঙ্গে তাঁর ঝামেলা হয়েছিল বলে জানতে পেরেছে পুলিশ। মদ্যপ অবস্থায় দুষ্কৃতিরা ঐ শ্রমিকের উপর চড়াও হয়ে থাকতে পারে বলে ধারণা পুলিশের।

Share
Published by
News Desk