National

হিমাচলের মুখ্যমন্ত্রী হচ্ছেন জয়রাম ঠাকুর

Published by
News Desk

কম কথা বলেন। যেটুকু বলেন নম্রভাবে। কারও সঙ্গে ঝগড়া তাঁর একেবারেই নাপসন্দ। বরং সকলকে সঙ্গে নিয়ে চলতেই পছন্দ করেন তিনি। তিনি জয়রাম ঠাকুর। হিমাচল প্রদেশ থেকে বিজেপির ৫ বারের বিধায়ক। গত ধুমল মন্ত্রিসভায় তিনি মন্ত্রিত্বও পেয়েছিলেন। হিমাচল বিজেপির সেই পোড় খাওয়া নেতা জয়রাম ঠাকুরকেই রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নিলেন বিজেপি নেতৃত্ব।

হিমাচল প্রদেশে নির্বাচনের আগে প্রেমকুমার ধুমলকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে ভোটে প্রচার করে বিজেপি। ভোটে বিজেপি প্রায় ২ তৃতীয়াংশ আসনও জিতে নেয়। কিন্তু হেরে যান স্বয়ং ধুমলই। ফলে তাঁকে আর মুখ্যমন্ত্রী করার প্রশ্ন উঠছিল না। প্রশ্ন ওঠে তাহলে পরবর্তী মুখ্যমন্ত্রী কে? তাই নিয়ে অনেক টানাপোড়নের পর অবশেষে ৫২ বছরের জয়রাম ঠাকুরকে বেছে নিল বিজেপি।

Share
Published by
News Desk