National

ফের ধর্মগুরু ও তার অনুচরদের লালসার শিকার ২ সন্ন্যাসিনী

Published by
News Desk

ধর্মের আশ্রয়ে থেকেও ফের ভণ্ড ধার্মিকদের কামুকতার শিকার হলেন ২ সন্ন্যাসিনী। চাঞ্চল্যকর অভিযোগটি উঠেছে উত্তরপ্রদেশের এক আশ্রমের ৪ মহান্তের বিরুদ্ধে। এই ঘটনা আরও একবার উস্কে দিল হরিয়ানার ডেরা সচ্চা সৌদায় রাম রহিম ও তার অনুচরদের ভোগবিলাসের কুকীর্তির কথা।

সূত্রের খবর, উত্তরপ্রদেশের বাস্তি এলাকার একটি আশ্রমে সন্ন্যাসিনী হিসাবে কাজ করা শুরু করেন নির্যাতিতা ২ মহিলা। কয়েক বছর পর থেকে তাঁদেরকে আশ্রম প্রধান কুপ্রস্তাব দিতে থাকে বলে অভিযোগ। নিগৃহীতাদের দাবি, তার সেই অপকর্মে মদত দেয় গুরুর ৩ অনুচর। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় আশ্রম গুরু ও তার সহযোগীরা টানা ১০ দিন ধরে তাঁদের গণধর্ষণ করে বলে পুলিশের কাছে অভিযোগ করেছেন নির্যাতিতা ২ সাধ্বী। গত মঙ্গলবার কোনওরকমে আশ্রম থেকে পালিয়ে সোজা থানায় এসে অভিযোগ দায়ের করেন তাঁরা।

মেডিক্যাল পরীক্ষার ফলাফল থেকে সন্ন্যাসিনীদের অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় আশ্রমে হানা দেয় পুলিশ। কিন্তু অভিযুক্তরা ততক্ষণে আশ্রম ছেড়ে পালিয়ে গা ঢাকা দিয়েছে। তাদের খোঁজে জোর তল্লাশি শুরু করেছে পুলিশ। ধর্মের নামে কিছু ভণ্ডের খাদক চেহারা বারবার প্রকাশ্যে আসায় ধর্মীয় ডেরাগুলিতে মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Share
Published by
News Desk