Categories: National

তারিষির শেষকৃত্য সম্পন্ন

Published by
News Desk

ঢাকার গুলশন এলাকার কাফেতে জঙ্গি হামলার পর কেটে গেছে ২ দিন। কিন্তু এখনও সেই ভয়াবহ স্মৃতি বাংলাদেশবাসীর পিছু তাড়া করে বেড়াচ্ছে। সোমবার সকালে ঢাকার সেনা স্টেডিয়ামে জঙ্গি হামলায় মৃতদের প্রতি শ্রদ্ধা জানান হয়। শ্রদ্ধা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। নিহতদের শোকস্তব্ধ পরিবার, পরিজনের সঙ্গে কথা বলেন তিনি। উপস্থিত ছিলেন ভারতীয় হাই কমিশনারও। পরে নিহত বিদেশিদের দেহ তাঁদের পরিবার অথবা দেশের দূতাবাসের হাতে তুলে দেওয়া হয়। এদিন মেয়ের দেহ আনতে ঢাকায় হাজির ছিলেন ভারতের তারিষি জৈনের পরিবারও। পরে তাঁরা তারিষির দেহ দিল্লি হয়ে নিয়ে আসেন গুরগাঁওয়ের রাজীব চকের কমিউনিটি সেন্টারে। সেখানে তারিষির পরিবারের তরফে একটি শোকসভার আয়োজন করা হয়েছিল। বিকেলে তারিষির শেষকৃত্য সম্পন্ন হয়।

Share
Published by
News Desk