National

হারলেও গুজরাটে বিজেপিকে পরাস্ত করেছে কংগ্রেস, দাবি শিবসেনার

Published by
News Desk

এটা ঠিক যে বিজেপিই গুজরাটে ক্ষমতায় আসছে। তবে সেখানে আসল বিজেতা কংগ্রেসই। হতে পারে তারা হেরেছে। কিন্তু তারা বিজেপিকে হারিয়ে দিয়েছে। শিবসেনা নেতা সঞ্জয় রাউতের এই বক্তব্য কিন্তু বিজেপির চাপ বাড়িয়ে দিল। শিবসেনা বিজেপির জোটসঙ্গী হলেও এই দুই দলের সম্পর্কের তিক্ততার কথা অনেকেরই জানা। অনেক সময়েই খোলাখুলি বিজেপির বিরোধিতা করতে দেখা যায় শিবসেনাকে।

এদিন সঞ্জয় রাউত দাবি করেন, গুজরাটে আমজনতার মধ্যে বিজেপিকে নিয়ে অসন্তোষ রয়েছে। যার প্রতিফলন হয়েছে ভোটে। হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বিজেপির সঙ্গে কংগ্রেসের। কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে গুজরাটে ভাল ফলের জন্য প্রশংসাও করেছে শিবসেনা।

Share
Published by
News Desk