National

ভিসার আবেদন খারিজ, আত্মঘাতী যুবতী

Published by
News Desk

ভিসার আবেদন খারিজ হওয়ায় আত্মহত্যা করলেন পঞ্জাবের এক যুবতী। পুলিশ সূত্রে খবর, রবিবার পঞ্জাবের সারহালি গ্রামে নিজের ঘরে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হন ২১ বছরের পুরণপ্রীত কউর। মৃতার মা জানিয়েছেন, ওই তরুণী ২০১৭ সালে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হন। এরপর বিদেশে গিয়ে উচ্চশিক্ষালাভের উদ্দেশ্যে তিনি সম্প্রতি ভিসার জন্য আবেদন জানান। কিন্তু তাঁর সেই আবেদন অজ্ঞাত কারণে খারিজ হয়ে যায়। তারপর থেকেই মেয়ে হতাশায় ভুগছিল বলে দাবি মৃতার মায়ের।

গত রবিবার ঘর থেকে ওই তরুণীর আর্ত চিৎকার শুনে ছুটে যান তাঁর প্রতিবেশিরা। দেখেন বন্ধ ঘরে ওই যুবতী তাঁর গায়ে আগুন ধরিয়ে দিয়েছেন। প্রতিবেশিদের সাহায্য নিয়ে তরুণীর মা আশঙ্কাজনক অবস্থায় মেয়েকে হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি ওই তরুণীর ভিসার আবেদন কেন খারিজ হয়ে গিয়েছিল তাও খতিয়ে দেখছে তারা।

Share
Published by
News Desk