National

গেরুয়া শিবিরে উৎসবের মেজাজ

Published by
News Desk

রেজাল্ট আউট যাকে বলে খাতায় কলমে তা বার হতে এখনও অনেক দেরি। কিন্তু ট্রেন্ড বলে দিয়েছে গুজরাটে আধিপত্য কায়েম রাখা এবং হিমাচলে কংগ্রেসকে হারিয়ে ক্ষমতায় আসা, ২ কাজেই দারুণভাবে সফল বিজেপি। গুজরাট ও হিমাচল প্রদেশ, ২ রাজ্যেই নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে বিজেপি। এই সাফল্যের আঁচ পেতেই দিল্লি সহ গুজরাট ও হিমাচলে শুরু হয়ে যায় গেরুয়া শিবিরের বিজয় উল্লাস। ঢাকঢোল বাজিয়ে, আবীর উড়িয়ে, বাজি পুড়িয়ে, নেচে, হুল্লোড়ে বিজেপি কর্মী সমর্থকেরা আনন্দে আত্মহারা।

সকালের দিকে গুজরাটে যেভাবে কংগ্রেস বিজেপির ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল তা আমূল বদলে যায় বেলা বাড়তে। ফলে শুরুতে একটু চাপে থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্কার হয়ে যায় চিত্রটা। বিজেপি কর্মী সমর্থকেরা বেরিয়ে পড়েন রাস্তায়। মেতে ওঠেন আনন্দে। বিলি হয় মিষ্টি। তবে এই অসাধারণ সাফল্যের পরও কোথাও একটা খচখচানি রয়ে গেল গুজরাট বিজেপির। যেভাবে এবার রাহুল গান্ধীর নেতৃত্বে গুজরাটে কংগ্রেস নিজের পায়ের তলার জমি অনেকটা শক্ত করল, তাতে ২০১৯ নিয়ে একটা চাপ বিজেপিকে খুব স্বস্তিতে থাকতে দেবেনা।

Share
Published by
News Desk