National

হায়দরাবাদে দেহব্যবসার চক্র ফাঁস, গ্রেফতার বাঙালি অভিনেত্রী

Published by
News Desk

দেহ ব্যবসা চক্রে যুক্ত থাকার অভিযোগে হাতেনাতে গ্রেফতার হল এক বাঙালি অভিনেত্রী ও এক তেলেগু অভিনেত্রী। তাজ ডেকান হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার করে হায়দরাবাদের সেকেন্দরাবাদ টাস্ক ফোর্স। গোপন সূত্রে খবর পেয়ে আচমকাই ওই হোটেলে অভিযান চালান টাস্ক ফোর্সের আধিকারিকরা। হোটেলের একটি ঘর থেকে হাতে নাতে তাদের গ্রেফতার করে পুলিশ।

মণীশ নামে এক ব্যক্তিকে আগে থেকেই নজরে রেখেছিলেন টাস্ক ফোর্সের আধিকারিকরা। তার গতিবিধি নজরে রেখেই এই চক্রের হদিশ পান তাঁরা। মণীশই হোটেলে এই দেহ ব্যবসার আয়োজন করত বলে জানিয়েছে পুলিশ। তাকেও গ্রেফতার করা হয়েছে।

Share
Published by
News Desk