National

কমল নাথের দিকে বন্দুক তাক করলেন কনস্টেবল

Published by
News Desk

মধ্যপ্রদেশের বর্ষীয়ান কংগ্রেস নেতা কমল নাথের দিকে বন্দুক তাক করলেন এক কনস্টেবল। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কমল নাথের দিল্লিতে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। সেই উদ্দেশ্যেই গত শুক্রবার ছিন্দওয়াড়ার সাংসদ বিকেল পৌনে ৪টে নাগাদ বিমানঘাঁটিতে পৌঁছন। সেখানে বিমানে ওঠার সময়েই আচমকা ঘটে ঘটনাটি।

নিরাপত্তার দায়িত্বে থাকা রত্নেশ পাওয়ার নামে এক কনস্টেবল হঠাৎ তাঁর লোডেড রাইফেল তাক করেন কমল নাথের দিকে। সেই সময়ে অন্যান্য নিরাপত্তারক্ষীরা রত্নেশকে পাকড়াও করে দূরে সরিয়ে নিয়ে যান। ছিন্দওয়াড়ার ডিআইজি জি কে পাঠক পরে সংবাদমাধ্যমকে জানান, ওই কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে। কংগ্রেস নেতৃত্ব এই ঘটনার কড়া ভাষায় নিন্দা করে তদন্তের দাবি জানিয়েছেন।

Share
Published by
News Desk