Entertainment

বাবা হচ্ছেন সইফ!

Published by
News Desk

মা হতে চলেছেন করিনা কাপুর। আগামী ডিসেম্বরেই তিনিও বাবা হচ্ছেন। কোনও রাখঢাক না করে শনিবার পরিস্কার করে একথা জানিয়ে দিলেন বলিউড তারকা সইফ আলি খান। তারকা দম্পতিকে নিয়ে বেশ কিছুদিন ধরেই কানাঘুষো চলছিল। করিনা কাপুরকে কয়েকদিন আগে হাসপাতাল থেকে বার হওয়ার সময় থেকেই জল্পনা তুঙ্গে উঠেছিল। কিন্তু তখনকার মত মামুলি চেকআপ বলে বিষয়টা এড়িয়ে যায় নবাব পরিবার। কিন্তু সইফের ঘোষণা এদিন সব জল্পনায় জল ঢেলে দিল।

কত্তা স্বীকার করে নেওয়ার পর করিনাও তাঁর মা হাওয়ার কথা গোপন করেন‌নি। আগামী ডিসেম্বরেই সইফ-করিনার প্রথম সন্তান পৃথিবীর আলো দেখতে চলেছে। এখন শুধু অধীর আগ্রহে সেই দিনটার অপেক্ষা করছে নবাব পরিবার।

Share
Published by
News Desk