National

ঝগড়া ভুলে রাজনৈতিক সৌজন্য, করমর্দনে মোদী-মনমোহন

Published by
News Desk

২০০১ সালের ১৩ ডিসেম্বর ভারতের সংসদ ভবন জঙ্গি আক্রমণের শিকার হয়। হামলায় ৯ জন নিরাপত্তারক্ষী শহিদ হন। সেই ঘটনার ১৬ তম বর্ষপূর্তি উপলক্ষে বুধবার শহিদ স্মরণে একটি সভা অনুষ্ঠিত হয় সংসদে। সেই সভায় শহিদদের শ্রদ্ধাঞ্জলি জানাতে ঢোকার আগে করমর্দন করতে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে।

গুজরাট বিধানসভা ভোটের প্রচার চলাকালীন নরেন্দ্র মোদী প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন। মনমোহন সহ কংগ্রেস নেতৃত্ব নাকি পাকিস্তানের নেতাদের সঙ্গে গোপন বৈঠকে গুজরাট নির্বাচনের ব্যাপারে আলোচনা করেছেন। মোদীর এই বক্তব্যের নজিরবিহীনভাবে প্রত্যাঘাতও করেন মনমোহন সিং। আক্রমণ হেনে তিনি নরেন্দ্র মোদীকে মিথ্যাবাদী বলে ব্যাখ্যা করেন। প্রধানমন্ত্রী গুজব ছড়াচ্ছেন বলেও অভিযোগ করেন প্রাক্তন প্রধানমন্ত্রী। তবে সেসব তিক্ত বাগযুদ্ধ অতীত করে সংসদের সামনে জঙ্গিহানার বর্ষপূর্তিতে মোদী-মনমোহনের এই করমর্দনে রাজনৈতিক রং ভুলে রাজনৈতিক সৌজন্যই ফের সামনে এল।

Share
Published by
News Desk