National

কয়লা কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী, সাজা ঘোষণা বৃহস্পতিবার

Published by
News Desk

কয়লা কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত হলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোড়া। দিল্লির বিশেষ সিবিআই আদালত বুধবার তাঁকে দোষী সাব্যস্ত করে। তাঁর সাজা ঘোষণা হবে আগামী বৃহস্পতিবার। শুধু মধু কোড়াই নন, তাঁর সঙ্গে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যসচিব একে বসু, প্রাক্তন কয়লা সচিব এইচসি গুপ্তা ও সংশ্লিষ্ট সংস্থা যাদের কয়লা ব্লক বরাদ্দ করা হয়েছিল তাদের ২ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

কলকাতার ভিনি আয়রন এণ্ড স্টিল উদ্যোগ লিমিটেড সংস্থাকে ২০০৭ সালে বেআইনিভাবে ঝাড়খণ্ডের রাজহারা উত্তর কয়লা ব্লক বরাদ্দের বন্দোবস্ত করে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। সেই অভিযোগকে সামনে রেখেই তদন্ত শুরু করে সিবিআই। তারপর এদিন বিশেষ সিবিআই আদালতে মধু কোড়া সহ ৫ জনকে দোষী সাব্যস্ত করা হয়।

Share
Published by
News Desk