Categories: National

মেঘ ভাঙা বৃষ্টিতে মৃত ৩০

Published by
News Desk

উত্তরাখণ্ডে মেঘ ভাঙা বৃষ্টিতে মৃত্যু হল ৩০ জনের। ২০ জনের কোনও খোঁজ নেই। ভেসে গেছে প্রায় ১০টি গ্রাম। অনেক গ্রামের অধিকাংশ ঘর কাদার তলায় চলেছে। শুক্রবার সকাল থেকেই উত্তরাখণ্ডের পিথোরাগড়, চামোলি জেলায় প্রবল বৃষ্টি নামে। মেঘ ভাঙা বৃষ্টিতে দ্রুত অবস্থা ভয়ংকর চেহারা নেয়। বিভিন্ন পাহাড় থেকে কাদার স্রোত নেমে আসতে থাকে। কাদায় অনেক ঘরবাড়ি মাটির তলায় চলে যায়। জলের স্রোত খরস্রোতা নদীর মত বিভিন্ন জনপদের ওপর দিয়ে বয়ে যাওয়ায় অনেক জনবসতি ধুয়ে সাফ হয়ে গেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন সকালে ২ ঘণ্টা ১০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যার জেরে উত্তরাখণ্ডের বিস্তীর্ণ অঞ্চলের বেহাল দশা। বহু মানুষ ছাদ হারিয়ে আপাতত খোলা আকাশের নিচে। বহু মানুষ বিভিন্ন দুর্গম জায়গায় আটকে আছেন। বিপর্যয় মোকাবিলা দল উদ্ধার কাজে নেমেছে। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং নিজে ফোন করে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াতের সঙ্গে কথা বলেন। যে কোনও সাহায্য লাগলে কেন্দ্র আছে বলে জানান তিনি। এদিকে উদ্ধারকাজের জন্য সেনাকে প্রস্তুত রাখা হয়েছে।

Share
Published by
News Desk