National

নবজাতক কাণ্ডে বাতিল ম্যাক্স হাসপাতালের লাইসেন্স

Published by
News Desk

সদ্যোজাত জীবিত শিশুকে মৃত বলে ঘোষণা করা ম্যাক্স হাসপাতালের লাইসেন্স বাতিল করল দিল্লির স্বাস্থ্য দফতর। ইতিমধ্যেই কীভাবে একটি জীবিত শিশুকে মৃত ঘোষণা করে এই বেসরকারি হাসপাতাল পরিবারের হাতে তুলে দিল তা নিয়ে প্রশ্ন উঠেছে দেশ জুড়ে। চাপে পড়ে অভিযুক্ত ২ চিকিৎসককে হাসপাতাল কর্তৃপক্ষ বরখাস্ত করলেও রেহাই মেলেনি।

দিল্লি সরকার ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য ৩ সদস্যের কমিটি গঠন করে। কমিটির রিপোর্টের ভিত্তিতে শালিমার বাগের এই অভিজাত হাসপাতাল শেষমেশ খোয়াল লাইসেন্স। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন সাফ জানিয়েছেন, গাফিলতির জন্য নবজাতকের মৃত্যু কিছুতেই মেনে নেওয়া যায় না।

Share
Published by
News Desk